
প্রকাশিত: Mon, Dec 19, 2022 4:12 PM আপডেট: Wed, Jul 2, 2025 2:08 AM
নতুন সরকার গঠনে দলগুলোকে ৭ দিন সময় দিলেন নেপালের প্রেসিডেন্ট
রাশিদুল ইসলাম: নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী রোববার দেশটির রাজনৈতিক দলগুলিকে গত মাসের নিষ্পত্তিহীন জাতীয় নির্বাচনের পর এক সপ্তাহের মধ্যে একটি নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার নেপালি কংগ্রেস পার্টির নেতৃত্বে ক্ষমতাসীন জোট এবং প্রধান বিরোধী নেপাল কমিউনিস্ট ইউনিফাইড মার্কসবাদী- লেনিনবাদী (ইউএমএল) পার্টিকে নতুন সরকার গঠনের জন্য ছোট দলগুলোর সমর্থন প্রয়োজন। দি প্রিন্ট
৩০ মিলিয়ন জনসংখ্যার দেশ নেপালের রাজনীতিতে চীন এবং ভারতের প্রভাব লক্ষ্যণীয়। ২০০৮ সালে ২৩৯ বছরের পুরোনো রাজতন্ত্রের বিলুপ্তির পর থেকে নেপালে ১০টি সরকারের পরিবর্তন হয়েছে। দেশটিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আঘাত করেছে এবং বিনিয়োগকারীদের শঙ্কায় ফেলেছে। নির্বাচনে ক্ষমতাসীন জোট ১৩৬টি আসন পেয়েছে, যা ২৭৫ সদস্যের প্রতিনিধি পরিষদে ১৩৮টির প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে দুটি কম। ইউএমএল এবং তার সহযোগীরা ৯২টি আসন জিতেছে।
প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারীর কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, প্রতিনিধি হাউসের যে কোনো সদস্য, যিনি দুই বা ততোধিক দলের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন, তাদের আগামী ২৫ ডিসেম্বর, বিকাল ৫টার মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য দাবি করা উচিত। নির্বাচন কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে প্রেসিডেন্ট নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।
নেপালি কংগ্রেস দলের মুখপাত্র প্রকাশ শরণ মাহাত রয়টার্সকে বলেছেন, আমরা (ক্ষমতাসীন) জোটের মধ্যে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নেতৃত্বে নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা করব। তিনি বলেন, ৭৬ বছর বয়সী দেউবা ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। গত ২০ নভেম্বর নেপালের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সরকার গঠনের জন্য নির্বাচনে কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেপালে সরকার গঠনের জন্য কোনো দল বা জোটের ২৭৫ সদস্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভে ১৩৮টি আসন প্রয়োজন। তবে সরকার গঠনের মতো কোনো দলই পর্যাপ্ত আসন পায়নি। ক্ষমতাসীন জোটের হাউসে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি আসন রয়েছে, তবে মন্ত্রিসভায় কে নেতৃত্ব দেবে সে সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
দেশটিতে ২০০৬ সালে গৃহযুদ্ধ শেষ হয়েছিল, এতে ১৭ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে দাবি করা হয় এবং এতে দেশের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে, পাশাপাশি সাবেক বিদ্রোহীদের সরকারি কার্যক্রমে যুক্ত করা হয়। সেই থেকে সাবেক গেরিলারা অন্যান্য কমিউনিস্ট পার্টি এবং প্রতিষ্ঠিত কংগ্রেসের সঙ্গে বিভিন্ন জোটে ক্ষমতায় এসেছে। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা নেপালের সংসদের একটি পুনরাবৃত্তির বৈশিষ্ট্য হয়েছে এবং যুদ্ধ শেষ হওয়ার পর থেকে কোনো প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেননি।নেপালের দুই প্রতিবেশী চীন ও ভারতের মধ্যে ঐতিহ্যগত প্রতিদ্বন্দ্বিতাকে সমন্বয় করার জন্য বিভিন্নভাবে সরকারকে ভারসাম্যমূলক আইন তৈরিতে সংগ্রাম করতে হচ্ছে। অন্যদিকে দেশটিতে চীনা অর্থায়নে মেগা প্রকল্প বাস্তবায়ন নিয়ে পশ্চিমা উদ্বেগ বাড়ছে।
সিপিএন-মাওবাদী সেন্টারের সভাপতি পুষ্প কমল দাহাল প্রচণ্ড নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সঙ্গে দেখা করে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। বৈঠকে দুই নেতা ক্ষমতাসীন জোটকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন সরকার গঠনের উপায় নিয়ে আলোচনা করেন। নেপালি কংগ্রেসের মুখপাত্র প্রকাশ শরণ মাহাত বলেন, প্রচণ্ড আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী দেউবার সঙ্গে বৈঠকে তার পাঁচ বছরের মেয়াদের প্রথম আড়াই বছরের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য নেপালি কংগ্রেসের কাছ থেকে সমর্থন চেয়েছিলেন। এ বিষয়ে তারা চুক্তিতে পৌঁছান বলেও জানা গিয়েছে। মাহাত বলেন, নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসা নেপালি কংগ্রেসের পক্ষে সরকারকে নেতৃত্ব দেয়া আরো সহজ হবে। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
